শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরএসএস নিষিদ্ধের দাবি আকাল তখতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

শিখ ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে শীর্ষ সংগঠন আকাল তখত ভারতের সাম্প্রদায়িক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) নিষিদ্ধ করার দাবি তুলেছে। শিখ সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান বলেন, আরএসএস যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তা দেশের স্বার্থবিরোধী। আকাল তখতের ভারপ্রাপ্ত প্রধান গিয়ানি হারপ্রিত সিং বলেন যে তার বিশ্বাস আরএসএসের কর্মকা- দেশে বিভক্তি তৈরি করবে। সোমবার অমৃৎসরে মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আরএসএস নেতারা যেসব বিবৃতি দিচ্ছেন তা দেশের স্বার্থে নয়। মঙ্গলবার সিং আবারো বলেন যে হিন্দু রাষ্ট্র দেশের স্বার্থ রক্ষা করবে না। সম্প্রতি বিজয়াদশমীর এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভগত ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এর প্রতিক্রিয়ায় হারপ্রিত সিং ওই বক্তব্য দেন। মোহন ভগতের বক্তব্যের নিন্দা করেছে আরেক শিখ ধর্মীয় সংগঠন ‘শিরোমনি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি’। আকাল তখতের সঙ্গে আরএসএসের সম্পর্ক বিরোধপূর্ণ। সংঘ পরিবার শিখ, বৌদ্ধ ও জৈন ধর্মকে হিন্দু ধর্মের পক্ষপুটে নিতে চায়। শিখ ধর্মীয় সংগঠনগুলো এর বিরোধিতা করে আসছে। শিখ ধর্মীয় নেতা গুরু গোবিন্দ সিংকে হিন্দু হিসেবে প্রমাণের চেষ্টা করছে আরএসএস। এরও নিন্দা করে শিখ সংগঠনগুলো। এসএএম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন