শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মশক নিধনে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করলেন মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মশকমুক্ত পরিষ্কার নগরী গড়ার প্রত্যয় নিয়ে বছরব্যাপী ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নগরীর ডিসি হিলে ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধনকালে মেয়র নাছির বলেন, ২০২০ সালের ১৭ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন উপলক্ষে চসিক নগরীকে মশক, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়তে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার উদ্যোগ নিয়েছে। নগরীর ৪১ ওয়ার্ডে এ কর্মসূচি চলবে। মেয়র ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

চসিক স্বাস্থ্য বিভাগ
চসিক স্বাস্থ্য বিভাগের বিগত ৪ বছরের বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ বৃহষ্পতিবার দুপুর ১টায় পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে মিট দ্য প্রেস-এর আয়োজন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন