বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওসি মোয়াজ্জেমের জামিন বিষয়ে আদেশ ৩ নভেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আদেশের তারিখ ৩ নভেম্বর। গতকাল বুধবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে এ তারিখ ঘোষণা করেন। মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দৃুল বাসেত মজুমদার। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পি। মোয়াজ্জেম ফেনীর মাদরাসা শিক্ষার্থী নূসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলায় ও তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় গত ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন এক আইনজীবী।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন