শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিমানবাহিনী প্রধান-ইতালীয় বিমানপ্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালিয়ান বিমানবাহিনী প্রধান লে. জেনারেল আলবার্তো রসো। গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার বিমানবাহিনীর সদর দপ্তরে সাক্ষাতকালে দু’দেশের বিমানবাহিনী প্রধান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। উভয় দেশের বিমানবাহিনীর মধ্যে থাকা সম্পর্ককে আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশা প্রকাশ করেন।

এর আগে সকালে ইতালিয়ান বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে পরিদর্শন বইতে সই করেন। তিন সদস্যের প্রতিনিধি দলসহ ইতালিয়ান বিমানবাহিনীর প্রধান ৩দিনের সফরে বুধবার সকালে বাংলাদেশে আসেন। বাংলাদেশ সফরকালে ইতালিয়ান বিমানবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনাসদর, নৌসদর, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমানবাহিনী ঘাঁটি বাশার, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।-আইএসপিআর

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন