প্রশংসায় ভাসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২২ বিশ্বকাপ বাছাই ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে জামাল ভূঁইয়ারা হৃদয় ভেঙেছেন ভারতীয়দের। পরশু রাতে কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে প্রথমে এগিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
নিকট অতীতের সাফল্য, ফিফা র্যাঙ্কিং আর ফর্ম সবকিছুতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল ভারত। তারপর আবার নিজের মাঠের সুবিধা সঙ্গে দর্শক সমর্থনতো ছিলোই। কিন্তু জামাল ভূঁইয়াদের আত্মবিশ্বাসের সামনে ম্লান হয়ে গেছে সবই। একটুর জন্য জয় ধরা দেয়নি। ৮৭তম মিনিটে মিনিটে এসে গোল হজম করে দল। তবে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে ড্র নিয়ে ফেরাটাও বড় সাফল্য।
এই ম্যাচের পর অভিনন্দনে ভাসছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ম্যাচ শেষ হতেই তাদের অভিনন্দন জানালেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ওয়েল ডান বয়েজ, তোমাদের নিয়ে গর্বিত আমরা। যদিও শেষ সময়ে গোল হয়েছে আমাদের জালে। চলুন মাথা উঁচু করে পরবর্তী ম্যাচে চোখ রাখি।’
জাতীয় ক্রিকেট দলের আরেক তারকা মুশফিকুর রহিমের মুখেও জামালদের বন্দনা। সাবে এই অধিনায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজে জাতীয় ফুটবল দলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দুর্ভাগ্য তোমাদের। কিন্তু তোমাদের প্রয়াস আর সংকল্প নিয়ে গর্বিত। পরের বার ইনশাল্লাহ। সব সময় তোমাদের সমর্থনে আছি।’
জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেন তার ফেসবুকে লিখেঝেন, ‘বাংলাদেশ ফুটবল দল, ভালো খেলেছো। এরপর আরো ভালো পারফরমেন্স আশা করি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন