শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম


বলিউড শীর্ষ পাঁচ
১ ওয়ার
২ দ্য স্কাই ইজ পিঙ্ক
৩ সাই রা নরসিমহা রেড্ডি
৪ পাল পাল সে দিল কে পাস
৫ ড্রিম গার্ল

দ্য স্কাই ইজ পিঙ্ক
সোনালি বোস পরিচালিত ড্রামা ফিল্ম।
শৈশব থেকেই পরস্পরের বন্ধু অদিতি (প্রিয়াঙ্কা চোপড়া) আর নিরেন (ফারহান আখতার)। তারুণ্যে বন্ধুত্ব প্রেমে গড়ায় আর তার পরিণতিতে বিয়ে। ছিলে ঈশানকে (রোহিত সুরেশ সারাফ) নিয়ে সুখেই কাটছিল তাদের সংসার। আইশার জন্মের পর তাদের জগত একেবারে ওলটপালট হয়ে যায়। জানতে পারে আইশা বিরল জেনেটিক রোগ এসসিআইডিতে (সিভিয়ার কমবাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি) আক্রান্ত। এই রোগের চিকিৎসা ব্যয়সাধ্য আর রোগীকে বাঁচিয়ে রাখাও কঠিন। মা ও বাবা তার জন্য কতটা সংগ্রাম করেছে তা কিশোরী আইশা চৌধরির (জায়রা ওয়াসিম) বর্ণনা করেছে যা এই চলচ্চিত্রের কাহিনী। ছেলে ঈশান দিল্লিতে পড়াশোনা করে আর সেখানেই কর্মক্ষেত্র নিরেনের। অন্যদিকে মা অদিতি জানতে পারে এই রোগের চিকিৎসা আছে লন্ডনে। কিন্তু তাদের মত মধ্যবিত্তের পক্ষে সেখানে যাওয়া আর চিকিৎসার ব্যয় সংস্থান সম্ভব নয়। তহবিল সংগ্রহ করে লন্ডনে যায় তারা একটা সময় আসে যখন নিরেনকে একা ফিরতে হয় দেশে আর মেয়ের দেখভাল করার জন্য রয়ে যায় অদিতি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন