শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভূমিধস ও একটি শপিং মলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বিশ্বের অন্যতম দুর্যোগপূর্ণ দেশ ফিলিপাইন। দেশটিতে প্রায়ই ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে থাকে। দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ। এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প সংক্রান্ত কার্যক্রম ঘটে থাকে। ১৯৯০ সালে ৭ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলক্যানোলোজি ও সিসমোলোজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে উত্তর কোটাবাটো ও আশেপাশের প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। বুধবার রাতের ভূমিকম্পের পর মানুষ দ্রুত বাড়িঘর ও দোকানপাট ছেড়ে বাইরে বেরিয়ে আসে। হাসপাতালের রোগীদেরও রাস্তায় বের করে আনা হয়। ভূমিকম্পে সবচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাগসাইসাই শহরে। সেখানকার তথ্য কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলে বাড়ির অংশ ধসে পড়ে দুই বছর বয়সী এক ঘুমন্ত শিশু নিহত হয়েছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন