মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাত নামলেই মোমবাতি কেরোসিনের প্রদীপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কাদার দেয়াল আর টিনের ছাপরা দেয়া ঘর। সম্প্রতি আগুনে পুড়ে গেছে। অবশিষ্ট রয়েছে শুধু পোড়ামাটি। অদূরেই দাঁড়িয়ে ঘরের মালিক ৭০ বছরের বৃদ্ধ রেমন্ড রাকোতনদ্রাসোয়া। কাদার দেয়াল আর টিনের ছাপরা দেয়া ঘর। সম্প্রতি আগুনে পুড়ে গেছে। অবশিষ্ট রয়েছে শুধু পোড়ামাটি। অদূরেই দাঁড়িয়ে ঘরের মালিক ৭০ বছরের বৃদ্ধ রেমন্ড রাকোতনদ্রাসোয়া। আহত কণ্ঠে বলেন, ‘বিছানার পাশের টেবিলটার ওপরেই রেখেছিলাম জ্বলন্ত মোমবাতিটি। সেটা বাতাসে পড়ে যায়। আগুন ধরে যায় আমার কাপড়-চোপড়ে। এরপর ঘরময় ছড়িয়ে পড়ে।’ ভাগ্যগুণে বেঁচে গেছেন রেমন্ড। কিন্তু হারিয়েছেন সর্বস্ব। সারাজীবনের সঞ্চয় হারিয়ে হয়েছেন সর্বহারা। মাদাগাস্কারের ছোট্ট দ্বীপগ্রাম আমবোহিমাসিনদ্রের বাসিন্দা রেমন্ডের এই দুর্দশার কারণ তার দারিদ্র্য। সর্বোচ্চ চেষ্টা করেও বিদ্যুতের সংযোগ নিতে পারেননি সদ্য অবসরে যাওয়া এই নির্মাণ শ্রমিক। তার মতো দেশের সিংহভাগ জনগণই হয় মোমবাতি না হয় কেরোসিনের প্রদীপের ওপর নির্ভর। যাদের একবার খেলে আরেকবার খাওয়ার নিশ্চয়তা থাকে না বিদ্যুৎ তাদের কাছে ‘বিলাসিতা’ ছাড়া আর কিছু নয়। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। দক্ষিণ-পূর্ব আফ্রিকার উপকূল ঘেঁষে এর অবস্থান। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ। অসংখ্যক্ষুদ্র দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। জনসংখ্যা ২ কোটি ৬০ লাখ। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন