মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারতের সঙ্গে ফেনী নদীর পানি চুক্তি হাইকোর্টে চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:২৪ এএম


বাংলাদেশ-ভারত মধ্যকার সম্পাদিত ‘ফেনী নদীর পানি চুক্তি’ চ্যালেঞ্জ করে রিট হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বারের আইনজীবী মো.মাহমুদুল হাসান বাদী হয়ে এ রিট করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। এতে ফেনী নদী থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে পানি সরবরাহ ও পাম্প বসানোর ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। রিট নিস্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়।

রিট সম্পর্কে অ্যাডভোকেট মাহমুদুল হাসান বলেন, বিভিন্ন পত্রিকায় এসেছে, চুক্তির আগেই অবৈধভাবে ২০১০ সাল থেকে ভারতীয় ভূখন্ডে অন্তত ৩৪টি স্থানে পানির পাম্প স্থাপনের মাধ্যমে অবৈধভাবে ফেনী নদী থেকে প্রায় ৩০-৩৫ কিউসেক পানি তুলে নিয়ে যাচ্ছে ভারত। এর মধ্যে আবার ভারতের ত্রিপুরা রাজ্যের খাবার পানি সরবরাহের জন্য ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। রিটে আমরা বলেছি, উক্ত পানি সরবরাহের ক্ষেত্রে পানির পাম্প ও সরবরাহ ব্যবস্থাপনার ওপর বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। না হলে চুক্তির ব্যত্যয় ঘটিয়ে ভারত যদি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে অধিক পরিমাণে পানি তুলে নেয় সেক্ষেত্রে ফেনী নদীর ক্ষতি হবে। পরিবেশের ব্যাপক ক্ষতি হবে যা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১৮ (এ) এর লঙ্ঘন । আগামী সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলে জানান মাহমুদুল হাসান।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
শাহীন আহমদ ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৫ এএম says : 0
হাই কোর্টে গিয়ে কি হবে। ওখানে তো আপনারা কোন কিছু পাবেন না। আমাদের জাতীয় সার্থে ওরা নিরব ভুমিকা পালন করে। এটাই বর্তমান
Total Reply(0)
Md Marup ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৫ এএম says : 0
ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি মানি না মানবো না।
Total Reply(0)
Aiyub Rahman ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৫ এএম says : 0
সাবাস। মনে মনে অন্যায় এর প্রতিবাদ করাও এক ধরনের প্রতিবাদ
Total Reply(0)
জসীম উদ্ দীন ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৭ এএম says : 0
আমরা মানবিক কারণে পানি দিবো আর তারা মানবিকতার উপহার স্বরূপ সীমান্তে লাশ উপহার দিবে।মানবিকতার নিদর্শন!!!
Total Reply(0)
Saiful Islam ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৭ এএম says : 0
মাতৃভূমি রক্ষার্থে বিরোধী দল সহ সাধারণ জনগণের উচিত যে কারণে মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে সে সকল চুক্তি থেকে সরকারকে পিছু হঠাতে বাধ্য করা !
Total Reply(0)
Manzoor Bahar ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৮ এএম says : 0
আমরা নিজেরাইতো নিজ স্বার্থে সব বিকিয়ে দিই,এর আগে থেকেই তারা চুরি করে জবরদস্তি করে পানি নিয়ে যাচ্ছে বাধা দেওয়ার কেউ নেই।
Total Reply(0)
Jahid Siddique ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৮ এএম says : 0
ভারত অবৈধ ভাবে যে পানি তুলে তা ১.৮২ কিউসেকের চেয়ে বেশী ! চুক্তি অনুযায়ী দ্রুত নিয়মের ভিতর আনা জরুরী।
Total Reply(0)
সোহেল হায়দার ১৮ অক্টোবর, ২০১৯, ১:৩৯ এএম says : 0
কোনো লাভ হবে বলে মনে হয় না।
Total Reply(0)
দীনমজুর কহে ১৮ অক্টোবর, ২০১৯, ৬:০৫ এএম says : 0
আসলে আমাদের কতটুকু খতি হবে এইটা পরিস্কার হওয়া দরকার ।আদালতেই ফয়সালা হোক।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন