নেছারাবাদে মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রীর অপরাধে মনিরুজ্জামান ঢালী নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। জানাগেছে জগন্নাথকাঠি দক্ষিনপাড় বন্দরের মাহিন মেডিকেল হলের মালিক মনিরুজ্জামান ঢালী বেশ কিছুদিন যাবত রোগীদের কাছে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে। এ অভিযোগ পাওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন। এসময় দোকানের মালিক মনিরুজ্জামান ঢালীকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
মন্তব্য করুন