শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় একমাত্র মদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন কয়ারিয়া ইউনিটি ইজ দ্যা পাওয়ারের উদ্যোগে মেডিসিন গাইনি শিশু ও নাক কান গলা বিশেষজ্ঞ দেশী বিদেশী চিকিৎসকদের অংশগ্রহনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। কয়ারিয়া এসপিএস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ হলরুমে গতকাল শুক্রবার দিনব্যাপী উক্ত মহোতি কর্মসূচী সম্পন্ন করা হয়। ইউনিটি ইজ দ্যা পাওয়ারের পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুল ইসলাম খোকন সরদার। বিশেষ অতিথি ছিলেন এসপিএস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ছানাউল হক ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন