শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফাহমিদা নবীর সুরে গাইলেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ফাহমিদা নবীর সুর করা গান গাইলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। নিজের সুরে গুণী এই শিল্পীর কণ্ঠে গান তুলতে পেরে বেশ উচ্ছ¡সিত ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘আমি কেমন করে ভুলি’। লোক ঘরানার এই গানের সংগীতায়োজকন করেছেন পঞ্চম নবী। অর্থাৎ ভাই-বোনের সুর সংগীতে গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী। আর এই গান রেকর্ডিং শেষে বাবাকে (মাহমুদূন্নবী) স্মরণ করে কাঁদেন ফাহমিদা নবী। পঞ্চম নবী বলেন, হাদী চাচার গানের সংগীতায়োজন করেছি- এটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন। বাবার গান করার সৌভাগ্য হয়নি কিন্তু বাবার বন্ধুর জন্য গান করতে পেরে আমি খুবই আনন্দিত। ফাহমিদা নবী বলেন, গানটিতে হাদী চাচা কণ্ঠ দেওয়ার সময় মনে হচ্ছিলো- বাবাই যেনো গানটি গাইতেছেন। আমি ভীষণ খুশি, হাদী চাচার জন্য সুর করতে পেরে। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। সৈয়দ আব্দুল হাদী বলেন, বন্ধুর মেয়ের সুর আর ছেলের সংগীতে গাইতে পেরে আমি বেশ অভিভ‚ত। ফাহমিদা খুবই সুন্দর সুর করেছে। গানটি গাওয়ার সময় মনে হয়েছে, ও আমার জন্যই সুরটি করেছে। ফাহমিদার জন্য অনেক অনেক শুভকামনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন