বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের গুজরাটে মাতাল হলেই খাঁচায় বন্দি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১১:৫৮ এএম

ভারতের গুজরাটে মদ ও মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করেছে একটি গ্রাম। সেখানে মদ খেয়ে মাতলামি করলেই তাকে জনসমক্ষে একটি খাঁচায় বন্ধী করে রাখা হবে।

এমন ঘটনা ঘটছে ভারতের গুজরাটের মোটাউন সানন্দের মাত্র সাত কিলোমিটার দূরে মোতিপুরা গ্রামে। আর সেখানেই রয়েছে আস্ত একটি খাঁচা। এমনিতেই গুজরাটে মদ খাওয়ার অপরাধে প্রথমবার ধরা পড়লে ন্যূনতম ৬ মাসের কারাদন্ড। আর দ্বিতীয়বার পুলিশের কাছে আটক হলে ৬ মাসের জেল সঙ্গে ২০০০ টাকা জরিমানা।

কিন্তু ভয়াবহ এই সামাজিক সমস্যার মোকাবেলায় শুধু সরকারের ওপরেই ভরসা করে নেই স্থানীয় মানুষ। মাতালদের অত্যাচার থেকে মুক্তি পেতে এক অভিনব উপায় বের করেছেন তারা।

মদ খেয়ে মাতলামি করলেই ভরা হচ্ছে খাঁচায়। গুজরাটের মোটাউন সানন্দের মাত্র ৭ কিলোমিটার দূরেই মোতিপুরা গ্রামেই রয়েছে এমন আস্ত একটা খাঁচা। খোলা বাজারে বহু চোখের সামনে দিন কয়েক খাঁচায় থেকে লজ্জায় মদের নেশা কেটে গেছে অনেকেরই।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার গ্রামটির মধ্যে মদের নেশায় হই-হট্টগোল প্রতিদিনের ঘটনা। মাদক সমস্যার কারণে বিধবা হয়েছেন ১৫০ জনেরও বেশি নারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন