মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চোরের জন্য পাতা ফাঁদে মৃত্যু

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১:০৭ পিএম

জয়পুরহাটে নিজের পুকুরে চাষ করা মাছ চুরি ঠেকাতে পানিতে দেয়া সংযোগ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন দিতে হলো মৎস্য চাষী সাইফুল ইসলামকে। শুক্রবার রাত সাড়ে ১০টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষেতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বজরবরাহী গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৪২) দীর্ঘদিন ধরে বাড়ির পাশে নিজের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরের মাছ যাতে কেউ চুরি করতে না পারে সে জন্য গোপনে পুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখতেন। এ অবস্থায় শুক্রবার রাতে পুকুরের পানিতে অসাবধানতবশত: হাত দিলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের লোকজন সাইফুলকে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মনির ১৯ অক্টোবর, ২০১৯, ১:২৯ পিএম says : 0
পানিতে বিদ্যুৎ লাইন দিলে মাছের বেবস্থা থেকে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং ওখানকার মাছের খতিহবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন