শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচ দফা দাবিতে নেত্রকোনায় ফারিয়ার মানববন্ধন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার নেত্রকোনা মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এসোসিয়েশন (ফারিয়া)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে পাঁচ দফা দাবির যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোনা এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি শেখ মোজাহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক গাজী মোহাদ্দেছ হোসেন ইয়াকুব, সাংগনিক সম্পাদক মঞ্জুরুল হক, ফারিয়ার জেলা সভাপতি আজাদ মামুন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা, সরকারী নতুন বেতনস্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এসোসিয়েশনকে (ফারিয়া) সরকার কর্তৃক স্বীকৃতি ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন