মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিজিটাল বিশ্বে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১:৪৯ পিএম

বাংলাদেশ আগামীতে ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ রোববার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জয় বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরইমধ্যে সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন যেমন বাস্তবতা তেমনি আগামীতে এটিই বিশ্বে নেতৃত্ব দেবে। ডিজিটাল সেবা দিয়ে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘের ৫০তম তালিকায় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রকল্পের, ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট-এর মোড়ক উন্মোচন, ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস সিস্টেম, একসেবা, একপে এবং একশপ অ্যাপ উদ্বোধন করেন জয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন