মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সব শ্রেণির পাঠ্যপুস্তকে মুহাম্মদ (স.)-এর জীবনী অন্তর্ভুক্তির দাবি ওলামা লীগের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ২:৩২ পিএম

সব শ্রেণির পাঠ্যপুস্তকে হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি অনুষ্ঠান, রেডিও অনুষ্ঠান এবং ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোনও বিষয় প্রচার, প্রকাশ ও প্রদানকারীর শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানায় সংগঠনটি।

রবিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবিসহ মোট ৫ দফা দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে শিশু-কিশোররাও পর্নোগ্রাফিতে ভয়ঙ্কর আসক্ত। সারাদেশে হাজার হাজার সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের অস্তিত্ব ধরা পড়ছে। মারাত্মকহারে বেড়ে চলেছে খুন ও ধর্ষণ। অন্যদিকে দুর্নীতি, জুয়ায় সয়লাব সারাদেশ। পাশাপাশি দায়িত্বহীনতা ভেজাল, মজুতদারী, অনিয়ম আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত সারাদেশ ও জনগণ। অথচ ৯৮ ভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিল না। যদি মুহাম্মদ (স:)-এর জীবনী যথাযথভাবে পালন করা হতো, তবে সবার মাঝে ইসলামি চিন্তা ও চেতনা আসতো। একইসঙ্গে দেশে পাপাচার, অনাচার, অনিয়ম, ভেজাল ও দুর্নীতি বন্ধ হতো।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— রাজারবাগ শরিফের বিরুদ্ধে এনটিভির মিথ্যা অপপ্রচারের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা, ওহাবি সালাফি মতবাদ এবং মওদুদী ইসলাম প্রচারকারী এনটিভির লাইসেন্স বাতিল করা উল্লেখযোগ্য।

মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সাইফ ২০ অক্টোবর, ২০১৯, ৪:৩০ পিএম says : 0
এটা এমন একটা দাবি যার প্রতি সমর্থন করা ঈমানী দায়িত্ব মনে করছি। আল্লাহ্‌ নিতিনির্ধারকদের বোঝার তৌফিক প্রধান করুন।
Total Reply(0)
খাইরুল বাসার তায়েফ ১৩ নভেম্বর, ২০১৯, ৯:২৫ পিএম says : 0
শুধু তাই নয় বাংলাদেশে সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এর বেতন সরকার কতৃ্ত করা দরকার মন্তব্য আশা করি,, মুসলিম জাগ্রতকারী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন