মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ৬জন আটক

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ৭:৩৬ পিএম

মৌলভীবাজার ভয়ানক ছিনতাইকারী গ্যাং চক্রের ৬জন সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান আটক করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার ২০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই চক্র ছিনতাইয়ের ফাঁদ হিসেবে ব্যবহার করত। এমনকি এই গ্যাংয়ের সরাসরি লিডিং দেন দুই ভাই। একপর্যায়ে ফটোগ্রাফার রিপন পাল (১৯) কে ফটোসেশনের নামে বিভিন্ন পথে ঘুরাফেরা করতে থাকে ওই গ্যাং। গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে সিএনজি করে কমলগঞ্জের আহমদনগর এলাকার নির্জন স্থানে ফটোগ্রাফারের হাত, পা, মুখ, বেঁধে মারধর করে। এসময় রিপনের ব্যাগে থাকা লক্ষাধিক টাকার মূল্যের ক্যান্ন সিক্স হান্ডেড ডি মডেলের ক্যামেরা, ১৬ হাজার টাকার অপ্পো এ-থ্রিসেভেন মডেলের মোবাইল ফোন, মানিব্যাগসহ অর্ধলক্ষাধিক টাকা মূল্যমানের জিনিস ছিনতাই করে ওই গ্যাং সদস্যরা।
মাসখানেক পর ফটোগ্রাফার রিপন পাল হারানো ক্যামেরা ফেইসবুকে বিক্রির বিজ্ঞাপনে দেখতে পান। সার্বিক ঘটনার বিবরণ দিয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগির হোসেন বলেন, “এই গ্যাং এর মধ্যে একই পরিবারের দুই ভাই আছেন। তারা এর আগেও বিভিন্ন সময় এই ধরণের ঘটনার সাথে জড়িত ছিলেন।
পুলিশ অভিযান চালিয়ে ক্যামেরা, মোবাইল, যাবাতীয় মালামাল, সিএনজি, টমটমসহ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- শহরের গোবিন্দশ্রী এলাকার তৈয়ব উল্যাহর ছেলে মো. দুলাল (২৬), সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বশির মিয়ার ছেলে মো. জাবেদ (২৩), কমলগঞ্জের বাহুলপুর এলাকার শওকত আলী (২০), রাজনগরের ইলাশপুর এলাকার আল আমিন মিয়া (২২), সদরের জগন্নথপুর এলাকার বশির মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও সদরের বিন্দাবনপুর এলাকার গোপল দাসের ছেলে দিলিপ দাশ (২৬)। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে”।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন