শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মীর সাব্বিরের সিনেমার শূটিং ডিসেম্বরে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেতা-নির্মাতা মীর সাব্বির তার পরিচালনাধীন প্রথম সিনেমার শূটিং শুরু করতে যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া আটটি সিনেমার মধ্যে সাব্বিরের সিনেমাটি একটি। তার সিনেমার নাম ‘রাত জাগা ফুল’। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ মীর সাব্বিরের নিজেরই করা। সিনেমাটির গানের কথাও তিনি লিখেছেন। আগামী ডিসেম্বরে সিনেমাটির শূটিং সাব্বির শুরু করতে চান। মীর সাব্বির বলেন, সিনেমাটির প্রি-প্রোডাকশন শেষ হয়েছে। সিনেমা মানেই মহাযজ্ঞ। এর প্রস্তুতিও বিশাল। আমি গুছিয়ে উঠেছি। এবার শূটিংয়ের পালা। ডিসেম্বরেই ঢাকার বাইরে এর শূটিং শুরু করবো। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ করবো। সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন