শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিমরা নয়, খুনি বিজেপি নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

শুক্রবার ভারতের লক্ষেèৗয়ের খুরশিদবাগে হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আটককৃতদের মধ্যে দুই মৌলভিও রয়েছেন। কিন্তু, কমলেশের পরিবার পুলিশের এই ভ‚মিকায় সন্তুষ্ট নয়। নিহত হিন্দুনেতার পরিবার কমলেশ খুনের ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে। শনিবার কমলেশ তিওয়ারির পরিবারের সদস্যদের পক্ষে দাবি করা হয়েছে, হিন্দুনেতার খুনে হাত রয়েছে বিজেপির এক নেতার। শিবকুমার গুপ্তা নামে বিজেপির ওই নেতাকে যাতে দ্রæত গ্রেফতার করা হয়, পুলিশের কাছে সেই আর্জি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। তারা প্রকাশ্যেই দাবি করেন, কমলেশ খুনের জন্য শিবকুমার দায়ী। উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং এদিন সাংবাদিকদের জানান, হিন্দুনেতা খুনে জড়িত সন্দেহে মৌলানা শেখ সেলিম, ফৈজান ও রশিদ পাঠান নামে তিনজনকে গুজরাট পুলিশ সুরাট থেকে গ্রেফতার করেছে। এছাড়া বিজনৌর থেকে আরও দুই মৌলভি গ্রেফতার হয়েছেন। যোগীরাজ্যের পুলিশ এই ছয়জনকে গ্রেফতারের পর দাবি করে, হিন্দুনেতার খুনের কিনারা তারা করে ফেলেছে। ২০১৫ সালে হজরত মোহাম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন কমলেশ তিওয়ারি। সেই ঘটনার জেরেই তাকে খুন করা হয়। টিওআই, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন