মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সত্য কথা বলায় মেননকে ধন্যবাদ

ঐক্যফ্রন্টের বৈঠকে ড.কামাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, দেরিতে হলেও রাশেদ খান মেনন সত্য কথা বলেছেন। এ জন্য আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফন্টের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, জাতীয় নির্বাচনের পর যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনারা কেউ ভোট দিতে পেরেছেন কিনা। কিন্তু এমন একজনকেও পাইনি যে কিনা বলেছে ভোট দিতে পেরেছেন।
সংসদ সদস্য রাশেদ খান মেনন গতকাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দেয়নি, এই কথার প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেন বলেন, অনেক দিন পরে হলেও তিনি সত্য বলেছেন। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ঐক্যফ্রন্টের কর্মসূচি প্রসঙ্গে ড. কামাল বলেন, আগামী ২২ তারিখ আবরার হত্যার প্রতিবাদে আমরা সমাবেশ করতে চাচ্ছি, অনুমতি চেয়েছি কিন্তু এখনো দেয়া হয়নি। অনুমতি যেন দ্রুত দেয়া হয় এজন্য সরকার এবং প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন