মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় আ.লীগের গ্রাম কমিটি গঠন নিয়ে সশস্ত্র হামলায় ১৫ জন আহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ২:৫৪ পিএম

পাবনায় আওযামীলীগের গ্রাম কমিটি গঠনকালে সশস্ত্র হামলায় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি গঠন করার সময় কথা কাটাকাটি শুরু হয়। কমিটি গঠন নিয়ে বিবাদের এক পর্যায়ে অপর পক্ষের সমর্থকরা হামলা করেন । অভিযোগ করা হয়েছে ঐ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সীর পুত্র মিলন তার সহযোগিদের নিয়ে সশস্ত্র হামলা করেন। এই হামলায় গুরুতর আহতসহ অনন্ত: ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান আজ সোমবার জানান, হামলার খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরও জানান, কোনো পক্ষ এখনও মামলা করেননি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ মামলা করলে অবশ্যই পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন