বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন কয়েক দিন হল হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন ৭৭ বছর বয়সী এই অভিনেতা।
লিভারজনিত সমস্যা নিয়ে গত ১৫ অক্টোবর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সেখানে রুটিন চেকআপ শেষে গত ১৮ অক্টোবর বাসায় ফিরেছেন বলিউডের এই মেগাস্টার। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, অমিতাভ বচ্চনের লিভারের ৭৫ শতাংশ অকেজো হয়ে গিয়েছে।
এদিকে অসুস্থতার কারণে আজ (২১ অক্টোবর) নিজের বাসভবন ‘জলসা’র সামনে এসে ভক্তদের সঙ্গে দেখা করতে পারেননি ৭৭ বছর বয়সী এই তারকা। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুটি ছবি শেয়ার করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ছবি দুটির ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘ক্রমেই স্বাস্থ্যের উন্নতি হচ্ছে... তারা (ভক্ত) আজও দেখা করতে এসেছে... কিন্তু না আসতে পারার জন্য আমাকে ক্ষমা করবেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন