শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হংকংয়ে মসজিদে হামলায় ক্ষমা চাইলেন লাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

হংকংয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যবহৃত পানি কামান দিয়ে নগরীর গুরুত্বপ‚র্ণ একটি মসজিদের প্রবেশপথ ও সিঁড়ি রঙিন পানিতে সয়লাব করে দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। সোমবার জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে লাম মসজিদটি পরিদর্শন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এ দিন জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও গিয়েছেন লাম। এর আগের রাতে গণতন্ত্রপন্থিদের প্রতিবাদকে কেন্দ্র করে হংকংয়ে সহিংসতার ঘটনা ঘটে। রোববার ওই সহিংসতা চলাকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের জটলার ওপর রঙিন পানি ছিটিয়ে দেয়। এরই এক পর্যায়ে একটি জলকামান হংকংয়ের প্রধান মসজিদ কাউলুন মসজিদের সামনের গেইট ও সিঁড়ি রঙিন পানিতে ভাসিয়ে দেয়। সেখানে তখন সাংবাদিকসহ বেশ কিছু লোক জড়ো হয়েছিল। সোমবার মুসুল্লিরা নামাজ পড়তে আসার সময়ও সামনের রাস্তায় নীল রঙ লেগে ছিল বলে জানিয়েছে রয়টার্স। কাউলুন উপদ্বীপের অন্যান্য এলাকায় বিক্ষোভকারীরা দোকানপাটে আগুন দেয় ও রাস্তায় গ্রাফিতি এঁকে রাখে, পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। হংকংয়ের প্রধান নির্বাহী লামের এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে লাম গায়ে একটি শাল জড়িয়ে মসজিদটিতে যান ও ঘটনার জন্য মুসলিম নেতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন