শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩ মাইল দীর্ঘ পতাকা প্রদর্শন করে একাত্মতা প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ইসলামাবাদের রাস্তায় তিন মাইল প্রসারিত বিশালাকার কাশ্মীরি পতাকা উত্তোলন করেছে হাজার হাজার পাকিস্তানি বিক্ষোভকারী। কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করতে তারা এই সমাবেশ করেছে। জানা গেছে, কাশ্মীরের সঙ্গে সংহতি প্রকাশের জন্য পাকিস্তানের রাজধানীতে ওই বিক্ষোভে অংশ নিয়েছে জনতা। এর উদ্দেশ্য ছিল কাশ্মীর ইস্যুতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। হিমালয় অঞ্চলের অন্তর্ভুক্ত কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। তবে উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করেছে। রোববার এই বিক্ষোভ সমাবেশ ৩ হাজারের মানুষ অংশ নিয়েছে। তারা কাশ্মীরিদের সমর্থনে সেøাগান দিচ্ছিলেন। বর্তমানে ভারতীয় কাশ্মীর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। গত আগস্টের গোড়ার দিকে এই অঞ্চলটির আধা-স্বায়ত্তশাসন ব্যবস্থা বিলোপ করে ভারতীয় সরকার। পাকিস্তানি ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী ও গ্যারিসন শহর অ্যাবটাবাদে কাশ্মীরপন্থী সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ভারত ও পাকিস্তান। আর এরপর কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি যুদ্ধ সংঘটিত হয়েছে। সূত্র : ডেইলি মেইল, ওয়াশিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shahinur islam ২২ অক্টোবর, ২০১৯, ৭:৪৮ এএম says : 0
Balo
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন