বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি দিনমজুর নিহত হয়েছেন। নিহত শ্রীকান্ত সিংহ রায় (৩২) উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা গ্রামের খেলুরাম সিংহের ছেলে। গত রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটলেও সোমবার বিকেলে এ খবর জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন। শ্রী কান্তের ভাই মদন সিংহ রায় বলেন, দিনমজুর শ্রীকান্তের অভাবের সংসার। এলাকায় তেমন কাজ নেই। রোববার রাত ১০ টায় দালালের মাধ্যমে সে ভারতের পাঞ্জাবে শ্রমিকের কাজের উদ্দেশ্যে অবৈধ পথে হরিপুরের কান্দাল সীমান্ত দিয়ে ওই দেশটিতে যাচ্ছিল। যাওয়ার পথে ভারতের উত্তর দিনাজপুর জেলার খোচাবাড়ি ৪০, বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ।
নিহতের পিতা খেলোরাম শিং বলেন, সারারাত শ্রী কান্তের লাশ পড়ে ছিল সীমান্তের ধারে। সকালে খোচাবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবি›র মাধ্যমে বিএসএফ›র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখনও কোন সাড়া মেলেনি।
ঠাকুরগাঁও-৫০বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সামিউন নবী চৌধুরী বলেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পযার্য়ে পতাকা বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে । তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত দু দেশের মধ্যকার পতাকা বৈঠক চলছিল ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন