মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা আপিল শুনানি ২৪ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

গ্রামীণ ফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ের ওপর হাইকোর্টের দেয়া দুই মাসের অন্তর্বর্তীকালিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল শুনানি ২৪ অক্টোবর। গতকাল সোমবার এ তারিখ ধার্য করেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। ওই দিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে বিটিআরসির করা স্থগিতের আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। গতকাল আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান চেম্বার জাস্টিস হিসেবে উপরোক্ত তারিখ নির্ধারণ করেন। গতকাল গ্রামীণফোনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিটিআরসির পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই রাকিব। এর আগে গত ২০ অক্টোবর গ্রামীণ ফোনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করে বিটিআরটিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন