শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঋণ আদায় ব্যবস্থা ত্বরান্বিত করতে পদ্মা ব্যাংকের রিকভারি সভা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ৬:৫১ পিএম

ঋণ আদায়ের লক্ষ্যে সরকারের নতুন নীতিমালা এবং ঋণ আদায় ব্যবস্থা তরান্বিত করতে পদ্মা ব্যাংক লিমিটেড-এ দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) পদ্মা ব্যাংক লিমিটেডের মিরপুরস্থ ট্রেনিং ইনিস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.এহসান খসরু বলেন, ঋণ আদায়ে এখন জিরো টলারেন্স পন্থা অবলম্বন করা হবে নতুবা ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক। সভায় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও মো. সাহাদাৎ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রিকভারি বিভাগের প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী (এসইভিপি), প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, রিকভারি জোনের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন