বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বায়ুমন্ডলে আবহাওয়ার কিছু পরিবর্তন হওয়ায় বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশের তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। প্রকৃতির এই বিরূপ প্রভাবের সঙ্গে নতুন করে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। আর এই বিভ্রাটের কারণে দেশের মানুষ ও অর্থনীতির ওপর একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। সময়মতো পানি না পেলে ভালো ফসল আশা করা যায় না। বেড়ে যাওয়া তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়েই শুরু হয়ে গেছে লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন ফ্রিজ, টিভি, এসি, ফ্যান দ্রুততার সঙ্গে নষ্ট হয়ে যায়। কয়েক ধাপে বিদ্যুতের দাম বেড়েছে ঠিকই; কিন্তু সেবার মান আশানুরূপ হয়নি। তাই আগামীতে কুমিল্লাসহ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের জোর দাবি জানাই।
লুৎফর রহমান রবি
দেবিদ্বার, কুমিল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন