শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাস্টিন ট্রুডোকে অভিনন্দন শেখ হাসিনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১১:৪৫ এএম

কানাডার নির্বাচনে দ্বিতীয়বারের সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ট্রুডোকে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস, এই বিজয় আপনার বৈশ্বিক নেতৃত্বের সত্যিকারের স্বীকৃতি।’

বাংলাদেশ সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ সবসময়ই কানাডার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর অমূল্য অবদানকে বাংলাদেশের জনগণ গভীরভাবে স্মরণ করে। তখন থেকে আমাদের জনগণকে সার্বজনীন উদারনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ রেখে চলছি। আপনি ২০১৫ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় সক্রিয় এবং অব্যাহত সহযোগিতার জন্যও আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুবৎসল দু’দেশের মধ্যে যে উষ্ণ এবং দারুণ সম্পর্ক রয়েছে তা সামনের বছরগুলোতে আরও জোরদার হবে বলে আমি নিশ্চিত।’

বিভিন্ন প্রতিশ্রুতির অঙ্গীকারে ২০১৫ সালে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো। কিছু বিষয়ে বিতর্কে জড়ালেও কানাডার তরুণ প্রজন্মের কাছে আদর্শ রাজনীতিক বনে গেছেন সাদামাটা চালচলনের ট্রুডো। সেই ভরসার জায়গা থেকে এবারও তাকে সরকার গঠনের ‘ম্যান্ডেট’ দিয়েছে জনগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন