শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অপরাধীদের ফাঁসি নয়, আগুনে পুড়িয়ে মারা হোক : নুসরাতের মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ২:২৭ পিএম

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ। শুধু ফেনীর আদালত নয়; বাংলাদেশের ইতিহাসে এত অল্পসময়ের মধ্যে মামলার রায়ের তারিখ নির্ধারণ হয়নি। নুসরাত পরিবারের দাবি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।

নুসরাতের মা শিরীন আখতারে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার কারণে মামলাটি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হচ্ছে। প্রধানমন্ত্রীসহ বিচার বিভাগের কাছে আমার অনুরোধ অপরাধীদের ফাঁসি না দিয়ে আগুনে পুড়িয়ে মারা হোক। যাতে করে বুঝতে পারে আগুনের পোড়া যন্ত্রণা কত কষ্টের। আমার মেয়ে মাংস নিয়ে কবরে যেতে পারেনি। আমার মেয়ে পানি পানি বলে চিৎকার করেছে, পানি খেতে পারেনি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে অন্য কোনো মায়ের বুক এভাবে খালি হবে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
সাহেল ২৩ অক্টোবর, ২০১৯, ৭:০৪ পিএম says : 0
মানুষ মনে করে হান্নামের শাস্তি ভোগের পর সকল মুসলমান জান্নাতেে যা। কিন্তু খুনি কখনও জান্নাতেে যাবে না যদি তার বিচার সঠিক না হয়। তাই আমিও মনে করি খুনিদের পুড়িয়ে মেরে মুসলিম হিসেবে জান্নাতে যাবার একটাসুযোগদেয়াযেতেপা।
Total Reply(0)
Mamun Shekh ২৩ অক্টোবর, ২০১৯, ১০:৩৩ পিএম says : 0
এই মামলার রায় শুনার জন্য দেশের ১৮ কোটি মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ন্যায্য বিচারটা যেন হয় সেটাই আমাদের কাম্য
Total Reply(0)
Munna ২৪ অক্টোবর, ২০১৯, ৮:২৮ এএম says : 0
আমি ও নুসরাতের মায়ের সাথে এক মত,,,................দেরকে ও জনগনের সামনে হাত পাউ বেধে আগুনে পুড়িয়ে মৃৃৃৃত্যূদন্ড দেওয়া হোক,,বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার দাবি,,তাহলে ভবিষ্যতে আর কোন মানুষ এ ধরনের জগন্য কাজ করতে সাহস পাবে না,,,
Total Reply(0)
Anam ৩০ অক্টোবর, ২০১৯, ১২:৩৮ এএম says : 0
Agun e poriya mara hok..
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন