শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির অবনতি

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত শুক্রবার তীব্র দাবদাহের পাশাপাশি দাবানল আরও ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার কয়েকশ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা এলাকার ওই দাবানল প্রায় ১৪শ একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১২শ দমকল কর্মী। অন্যদিকে নিউ মেক্সিকোর বার্নালিলো এলাকার দাবানল ৪ দিন পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল কর্মীরা। সেখানকার প্রায় ১৬শ একর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার প্রায় ২শ বাসিন্দাকে এরইমধ্যে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বহু ঘরবাড়ি ও স্থাপনা। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া প্রায় ১শ কিলোমিটার দূরে থেকে দেখা যাচ্ছে বলে জানা গেছে। অপর এক খবরে বলা হয়, নিউ মেক্সিকোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় প্রাণহানি এড়াতে এর আশপাশের মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানায়, গত বুধবার থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত ওই এলাকার ১২শ একরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে। এছাড়া দাবানলের ধোঁয়া আশপাশের প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অন্তত ৬শ ফায়ার সার্ভিসের কর্মী। এদিকে, যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল এখনও অব্যাহত রয়েছে। এতে প্রায় ৪৯০ হেক্টর জমি পুরে গেছে। দাবানলের কারণে এরইমধ্যে ওই এলাকার প্রায় ১শ অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ৫শ ফায়ার সার্ভিসের কর্মী। বিবিসি, সিএনএন, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন