শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সরকার দেশের জনগণকে পশু-পাখি মনে করে: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৬:৫৩ পিএম

ভোলায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। এ সরকার দেশের জনগণকে পশু-পাখি মনে করে। যেকোনও সমাবেশ হলেই সেখানে গুলি আর হত্যা। সরকারের কাছে মানুষ হত্যা ডাল-ভাতে পরিণত হয়েছে।’- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন।

ভোলার বোরহানউদ্দিনে হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার (২০ অক্টোবর) আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিলটি নয়াপল্টন কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ভোলার ওই ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকার থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

রিজভী বলেন, ‘প্রতিবাদ আগেভাগে নিস্তব্ধ করে দেওয়ার জন্য মিছিল বা সমাবেশে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার গণতন্ত্র হত্যা করেছ। মানুষের বাক স্বাধীনতা ও স্বাধীন মতামত হরণ করে নিয়েছে।’

রিজভী বলেন, ‘ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সারাদেশে আজকে কর্মসূচি করছি। সবাইকে রাজপথে নেমে আসতে হবে। যদি প্রতিবাদ না করি তাহলে আপনাদের-আমাদের কারও জীবনই নিরাপদ থাকবে না। শুধু তাই নয়,আমাদের সন্তানরা নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে না।’
সরকারের অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান রিজভী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
engabdullah@gmail.com ২৬ অক্টোবর, ২০১৯, ৫:১৯ পিএম says : 0
রিজভী সাহেবের বক্তব্য সহমত প্রকাশ করছি!
Total Reply(0)
Tohidul Islam ২৬ অক্টোবর, ২০১৯, ৯:১৪ পিএম says : 0
এরকম মহামিছিল চালিয়ে যাওয়া উচিত
Total Reply(0)
Tohidul Islam ২৬ অক্টোবর, ২০১৯, ৯:১৫ পিএম says : 0
এরকম মহামিছিল চালিয়ে যাওয়া উচিত
Total Reply(0)
Tohidul Islam ২৬ অক্টোবর, ২০১৯, ৯:১৫ পিএম says : 0
এরকম মহামিছিল চালিয়ে যাওয়া উচিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন