শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লভ্যাংশসহ নতুন দুই দাবি, বিসিবিতে ক্রিকেটারদের চিঠি

আলোচনায় বসতে বিসিবিতে যাচ্ছেন সাকিবরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৭:৩১ পিএম | আপডেট : ৭:৩৪ পিএম, ২৩ অক্টোবর, ২০১৯
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ২৩ অক্টোবর, ২০১৯, ৮:২৪ পিএম says : 0
যাদের শ্রমে ঘামে বাংলাদেশের ক্রিকেট সারাবিশ্বে আমাদের সম্মানিত করেছে বিশ্ব বরন্য ক্রিকেটার গন জখন যুক্তিক দাবী আদায়ে কর্মসূচী দিলো তাদের কে ষড়যন্ত্রকারী বলা কতবড় অন্যায়। কতবড় অপরাধ। ক্রিকেট বোর্ড সভাপতি প্রথম দিন সংবাদ সম্মেলন করে শান্তি পূর্ণ সমাধান চাননি ষড়যন্ত্র ষড়যন্ত্র নানান তথ্য দিলেন। ওনার কথা বার্তা শুনলে ও ভয় লাগে। আক্রমণ করে কথা বলার অভ্যাস ওনার। একজন সাকিব তামিম মুশফিকের মত শত শত ক্রিকেটার কে ষড়যন্ত্রের অংশ বানিয়ে পেললেন আপনি। দাবি এগার থেকে তের। মেনেনিন। চৌদ্দ নম্ভর দাবি যাতে না হয় আপনার অপসারণ। প্রতিবাদ ভাষা এখন ও শান্ত। আমরা লক্ষ লক্ষ ক্রিকেট অনুরাগী সাকিব তামিম মুশফিক মাহামুদুল্লাহ মাশরাফির প্রানের মত ভক্ত। কাজেই সাধু সাবধান।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন