বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুতিনের ক্ষোভ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়ার খেলোয়াড়দের সাময়িক নিষিদ্ধ করাকে অন্যায় ও অবিচার হিসেবে উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটিসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি শক্তিবর্ধক নিষিদ্ধ মাদক কিংবা ডোপিংয়ের অভিযোগে অলিম্পিক গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রুশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগ নিয়ে ডোপিংবিরোধী আন্তর্জাতিক সংস্থা, ওয়াডার একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশিত হবার পর রাশিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের নিয়ন্ত্রক সংস্থা, আইএএএফ। ঠিক কতোদিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি থাকবে তা পরিষ্কার করে না বলা হলেও ধারণা করা হচ্ছে গোটা ২০১৬ সালই রাশিয়াকে নিষেধাজ্ঞায় কাটাতে হতে পারে। সেদিক থেকে আসন্ন রিও অলিম্পিকেও অংশ নিতে পারছেন না খেলোয়াড়রা। তবে আইএএফ থেকে বলা হয়েছে, কোনও খেলোয়াড় যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তবে তিনি স্বতন্ত্র প্রতিযোগী হিসেবে খেলায় অংশ নিতে পারবেন। এমন প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞাকে অন্যায় হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, বৈশ্বিকভাবে স্বীকৃত কিছু আইনি নীতিমালা রয়েছে। এর একটি হলো, দায়ী করার ক্ষেত্রে সুনির্দিষ্ট হতে হবে। গুটিকয়েকের জন্য সবাইকে দায়ী করা যাবে না। যেসব মানুষ সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট নয় তাদেরকে কেন অন্যদের কর্মকা-ের জন্য সাজা পেতে হবে? এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রীড়া কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে পুতিন বলেন, আমার ধারণা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিলে ডোপিংবিরোধী কাঠামো তৈরির ব্যাপারে একটি আলোচনায় বসতে পারব। আশা করছি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ ব্যাপারে যথোপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। এদিকে রাশিয়ার খেলোয়াড়দের সাময়িকভাবে নিষিদ্ধ করার ঘটনাটি রাজনৈতিক নয় দাবি করে আইএএএফ-এর প্রেসিডেন্ট বলেছেন, সর্বসম্মতিক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন