বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

আধারে জোনাকি

বু ক ক র্ণা র

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

পাঠ প্রতিক্রিয়া : রেজাউল রেজা

‘আঁধারের জোনাকি’ বইটির লেখিকা নুশরাত রুমু সুন্দরভাবে বর্তমান সমাজের নানা ধরণের অসংগতির কথা চিত্রিত করেছেন।
শুধু চিত্রিত করেই থেমে থাকেননি বরং এসব অসংগতি থেকে বেরিয়ে আসার পথ বাতলে দিয়েছেন গল্পে গল্পে।
আকর্ষণীয় বিষয় হলো-এখানে স্থান পাওয়া ছয়টি গল্পের মধ্যে দুটি গল্পই আমাদের দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক।
বইটি পড়ে পাঠকমহল যেমন সমাজের নানা সমস্যা ও অসংগতির কথা জানতে পারবে তেমনই জানতে পারবে ৭১›র মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন খ-চিত্র সম্পর্কে।
বইটিতে স্থান পাওয়া ‘রুবাই’ গল্পটি পাঠকের হৃদয়ে নাড়া দেবে বলে আমি মনে করি।
একজন সাহিত্যিকের কাছে নিজের সাহিত্যকর্ম সন্তানতুল্য।
সর্বস্ব হারানো রিক্ত জীবনেও সাহিত্যিক তার সাহিত্যকর্মকে আগলে ধরে কিভাবে বেঁচে থাকতে পারে তারই প্রতিচিত্র অংকন করেছেন লেখিকা তাঁর এই গল্পে।
সব মিলিয়ে এটা বলা আবশ্যক যে, ‘আঁধারে জোনাকি’ ভাল একটি গল্পগ্রন্থ।
বইটির বহুল প্রচার কামনা করছি।
কলম প্রকাশনী থেকে প্রকাশিত ৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৮০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন