শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রাম আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ৯:৫৩ পিএম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে কোলকাতা মোহনবাগান ক্লাবের কাছে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা পেল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। গোল গড়ে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে গেল মোহনবাগান। শুক্রবার রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড সুহায়ের একমাত্র জয়সূচক গোলটি করেন। ম্যাচের প্রথমার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও গোলের দেখা মেলেনি। গ্রুপের শেষ ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়া, চিনেদু ম্যাথিউ এবং আরিফুলকে ছাড়া মধ্যমাঠ সাজান চট্টগ্রামের কোচ মারুফুল হক। তাতে মধ্যমাঠের দুর্বলতা চোখে পড়ে প্রকটভাবে। বিরতির আগে বল দখলের লড়াইয়ে দু’দল সমানে সমান থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়িয়ে দেয় মোহনবাগান। ফলে ম্যাচের ৬০ মিনিটে গোলের দেখা পায় তারা। এসময় স্বাগতিক দলের রক্ষণভাগের ভুলের সুযোগে ফরোয়ার্ড সুহায়ের চমৎকার শটে গোল করে মোহনবাগানকে এগিয়ে নেন (১-০)। পিছিয়ে পড়ার পর শত চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চট্টগ্রামের দলটি। গোল হজমের পর স্বাগতিকরা রাব্বির পরিবর্তে ম্যাথিউ এবং শাকের উল্লাহর পরিবর্তে মাঠে নামায় জামাল ভুঁইয়াকে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ম্যাচের শেষ দিকে চট্টগ্রাম আবাহনী বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। তাই শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে তারা। গ্রুপের তিনটি করে ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও মোহনবাগান দু’টি করে জয় পেলেও হেরেছে একটি করে ম্যাচ। তিন ম্যাচে দু’দল সমান ৬ পয়েন্ট পেলেও গোল গড়ে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয় চট্টগ্রাম আবাহনী।

একই মাঠে বিকেলে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে লাওসের ইয়ং এলিফেন্টস ২-১ গোলে হারায় মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে। বিজয়ী দলের হয়ে অধিনায়ক বংকং জোড়া গোল করলে টিসি স্পোর্টসের ফরোয়ার্ড মোহাম্মদ সামির দলের পক্ষে এক গোল শোধ দেন। দুই ম্যাচে ইয়ং এলিফেন্টসও ৬ পয়েন্ট পায়। তবে তারা মোহনবাগানের চেয়ে গোলগড়ে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন