বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে মানুষের ধন-সম্পদের পরিমাণ বাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:৪৫ পিএম

শীর্ষ ধনীদের সংখ্যায় প্রথমবারের মত যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। ক্রেডিট সুইসের প্রকাশিত গেøাবাল ওয়েলথ রিপোর্ট ২০১৯ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মাথাপিছু সম্পদের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।

বিশ্বে সম্পদের পরিমান বেড়েছে

গেøাবাল ওয়েলথ রিপোর্ট ২০১৯ অনুযায়ী গত এক বছরে বিশ্বে মানুষের ধন-সম্পদের পরিমাণ দুই দশমিক ছয় ভাগ বেড়েছে, ডলারের হিসাবে দাড়িয়েছে ৩৬০ ট্রিলিয়নে। পূর্ণবয়স্ক মানুষের মাথাপিছু সম্পদের পরিমাণ ছুয়েছে রেকর্ড ৭০ হাজার ৮৫০ ডলারে।
এগিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ
বিশ্বে সম্পদ বৃদ্ধিতে অবদান রেখেছে মূলত যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের দেশগুলো। তাদের আয় বেড়েছে যথাক্রমে তিন দশমিক আট ট্রিলিয়ন, এক দশমিক নয় ট্রিলিয়ন এবং এক দশমিক এক ট্রিলিয়ন ডলার।

মাথাপিছু সম্পদে শীর্ষে সুইজারল্যান্ড
পূর্ণবয়স্কদের মাথাপিছু সম্পদের দিক থেকে শীর্ষে আছে সুইজারল্যান্ড। ১৭ হাজার ৭৯০ ডলার বেড়ে তাদের মাথাপিছু সম্পদের পরিমান দাড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৬৫৩ ডলারে। এরপরই আছে যুক্তরাষ্ট্র, তাদের মাথাপিছু সম্পদ চার লাখ ৩২ হাজার ৩৬৫ ডলার।। আর অস্ট্রেলিয়ার মানুষের মাথাপিছু সম্পদ তিন লাখ ৮৬ হাজার ৫৮ ডলার।
মিলিওনেয়ারের সংখ্যা বাড়ছে

বিশ্বে মিলিওনেয়ার বা ১০ লাখ ডলার সম্পদের মালিকের সংখ্যা এখন চার কোটি ৬৮ লাখ। এই তালিকায় চলতি বছর নতুন যুক্ত হয়েছেন ১১ লাখ। এর মধ্যে ছয় লাখ ৭৫ হাজার নতুন মিলিওনেয়ার যোগ করেছে একা যুক্তরাষ্ট্রই।
অতি ধনী যারা

বিশ্বে ৫৫ হাজার ৯২০ জন পূর্ণবয়স্ক ব্যক্তি ১০ কোটি ডলার বা তার বেশি সম্পদের মালিক। চার হাজার ৮৩০ জনের কাছে ৫০ কোটি ডলারের বেশি সম্পদ আছে।
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন
বিশ্বের শীর্ষ ১০ ভাগ ধনীর তালিকায় এ বছর প্রথমবারের মত যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। এই তালিকায় এশিয়ার দেশটির মানুষের সংখ্যা ১০ কোটি আর যুক্তরাষ্ট্রের আছে নয় কোটি ৯০ লাখ।

সম্পদের প্রকট বৈষম্য
প্রতিবেদন অনুযায়ী নীচের ৯০ ভাগ মানুষের কাছে আছে মাত্র ১৮ ভাগ সম্পদ। নীচের দিক থেকে ৫৬ দশমিক ৬ ভাগ মানুষের কাছে আছে এক দশমিক আট ভাগ বা ১০ হাজার ডলারেরও কম সম্পদ৷ অন্যদিকে ৪৪ ভাগ সম্পদ দখলে শীর্ষ এক ভাগেরও কম (দশমিক নয় ভাগ) ধনীর কাছে।
বাংলাদেশেও সম্পদ বাড়ছে
গেøাবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের গড় সম্পদের পরিমান এখন ছয় হাজার ৬৪৩ ডলার। যা ২০০০ সালে ছিল মাত্র এক হাজার ৮২ ডলার। বাংলাদেশে মোট সম্পদের পরিমাণ ৬৯৭ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক সম্পদের দশমিক দুই ভাগ।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পঞ্চম
দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদের দিক থেকে শীর্ষে আছে মালদ্বীপ (২৩ হাজার ২৯৭ ডলার)। এরপরই আছে শ্রীলঙ্কা (২০ হাজার ৬২৮ ডলার), ভারত (১৪ হাজার ৫৬৯ ডলার), ভূটান (আট হাজার ২৫৯ ডলার), বাংলাদেশ (ছয় হাজার ৬৪৩ ডলার), পাকিস্তান (চার হাজার ৯৮ ডলার) ও নেপাল (৩ হাজার ৮৭০ ডলার)।

বাড়ছে মাথাপিছু ঋণ
২০০০ সালে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের মাথাপিছু ঋণ ছিল মাত্র ২০ ডলার, যা ২০১৯ সালে বেড়ে দাড়িয়েছে ২৮৯ ডলার।
সূত্র: ডয়েচে ভেলে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন