মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাঙ্গুনিয়ায় জ্বালানি কাঠ পাচারকালে আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পাচারকালে বনবিভাগের অভিযানে ৫ শত ঘনফুট জ্বালানি কাঠসহ তিনটি চাঁদের গাড়ি ঢাকা-ড-১৬৪৭, চট্টগ্রাম-গ-২৭৭৫, ঢাকা গ-৪৮৩৩ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার গোডাউন এলাকা থেকে এসব জ্বালানী কাঠ জব্দ করা হয়। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পোমরা বন চেক স্টেশন কর্মকর্তা মো. মাসুম কবির, চিরিঙ্গা বিট কর্মকর্তা এস এম ওবায়দুল হকসহ বন কর্মচারীবৃন্দ। সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা এসব জ্বালানী কাঠ বিভিন্ন ইট ভাটায় পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে কচি গাছ কেটে নিয়ে যাচ্ছেছিল। অবৈধ কাঠ আহরণ ও পাচার বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে। বন আইনে ৩টি পৃথক মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন