শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৮ মাসে পাকিস্তানের গুলিতে ৬০ ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১১:০৯ এএম

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৮ মাসে ভারত-পাকিস্তান সীমান্ত রেখা বরাবর পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ভারতের ৬০ সেনা নিহত হয়েছে। এছাড়া, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের বহু সেনা আহতও হয়েছে। খবর কলকাতা টাইমস এর।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর বা আইএসপিআরের মহানির্দেশক মেজর জেনারেল আসিফ গফুর শনিবার তার ব্যক্তিগত টুইটার পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে পাকিস্তানের পক্ষে নিহত হয়েছেন ১৯ জন সেনা।

তার দাবি, পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতের বহু সেনা শিবির ধ্বংস হয়েছে এবং সেগুলো অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রে ভারতের দুটি জঙ্গিবিমান ধ্বংস হয়েছে এবং দুটি হেলিকপ্টার ফ্রেন্ডলি ফায়ারে ভূপাতিত হয়। গত ২৭ ফেব্রুয়ারি ভারতের ওই দুটি হেলিকপ্টার নিজেদের গুলিতে ভূপাতিত হয় এবং ভারতের পক্ষ থেকেই তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আজাদ কাশ্মীর এবং গিলগিটি বালতিস্থান অঞ্চলকে অধিকৃত ভূখণ্ড বলে মন্তব্য করার একদিন পর মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে এসব কথা বলেন। জেনারেল আসিফ গফুর বলেছিলেন, ভারতের সেনাপ্রধান দায়িত্বজ্ঞানহীন বিবৃতি এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Kowaj Ali khan ২১ নভেম্বর, ২০১৯, ১:৫৩ পিএম says : 0
ভারতীয় চেনাবাহীনি মানুষ নামের কলংক আর বারমার চেনাবাহীনি। ওদেরকে সায়েস্থা করা হোক। ইনশাআল্লাহ।
Total Reply(0)
Md moshiur rahman ২৭ নভেম্বর, ২০১৯, ৬:২১ পিএম says : 0
গত ২৭ ফেব্রুয়ারি ভারতের ওই দুটি হেলিকপ্টার নিজেদের গুলিতে ভূপাতিত হয় এবং ভারতের পক্ষ থেকেই তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন