শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতেই অপচেষ্টা চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ২:০৫ পিএম | আপডেট : ২:২৪ পিএম, ২৭ অক্টোবর, ২০১৯

‘ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক কন্টেন্টের জেরে অপ্রীতিকর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত হ্যাকার হোক আর যেই হোক তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। কে ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে একে একে সকলের সামনে নিয়ে আসা হবে।’-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেছেন।

রোববার (২৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ে যে ঘটনা সেটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার আগে আমরা কিছু বলতে পারব না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এ অপপ্রেষ্টা চালানো হচ্ছে। তবে কেউ আমাদের পথ রোধ করতে পারবেনা। বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকের বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা ক্রমেই বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন মুক্তিযোদ্ধাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের এমন কোন দাবি নেই, যা প্রধানমন্ত্রী না করেছেন। ভবিষ্যতেও সকল দাবি দাওয়া পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সে স্বপ্ন সফল করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব শুধু বাংলাদেশে নয় এখন সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনাই পারবেন বাংলাদেশ বদলে দিতে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
দীনমজুর কহে ২৭ অক্টোবর, ২০১৯, ২:২৬ পিএম says : 0
হ্যাকার হোক আর যে ই হোক বিচার হতে হবে।
Total Reply(0)
Sirajul Islam ২৭ অক্টোবর, ২০১৯, ৪:১৮ পিএম says : 0
'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের' r kisu din por hoyto dekha jabe muktijoddha Nati-puti command. Hayre dhandabaj Banggali Jati Muktijoddhader nam vangiye r kotokal
Total Reply(0)
RAKHA ২৭ অক্টোবর, ২০১৯, ৬:৫৭ পিএম says : 0
বাংলাদেশের উন্নয়ন কি- জি কে শামীমের টেন্ডারবাজীর মাধ্যমে ৭০০০কোটি টাকা আয়,যুবলীগের চেয়াম্যানের ৫০০০কোটি টাকা আয়,চাদাবাজীর জন্য ছাত্রলীগের নেতা;দের বহিস্কার আরো অনেকে ক্যাসিনো ব্যবসায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন