শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সেলিম প্রধান ও লোকমানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ২:১৮ পিএম

গত ২৫ সেপ্টেম্বর বিসিবি পরিচালক লোকমান হোসেনকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। তবে তাকে মূলত ক্যাসিনো কেলেঙ্কারির জন্যই আটক করা হয়। অন্যদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে আটক করে পুলিশ।

জানা যায় সেলিম প্রধান ও বিসিবি পরিচালক লোকমান হোসেনে ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ থেকে এই মামলা দায়ের করা হয়।

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ জ্ঞাত-আয়বহির্ভূত টাকা ও সম্পদ অর্জনের অভিযোগে বাদী হয়ে মামলা করেছেন দুদকের উপ-পরিচালক গুলশান আরা প্রধান।
বিসিবি পরিচালক ও মোহামেডান ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হওয়া লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা ও সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে বাদী হয়ে মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন