শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছোট সম্রাটদের ধরে বড় সম্রাটদের ছেড়ে দেয়া হচ্ছে -বগুড়ায় গয়েশ্বর চন্দ্র রায়

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৫:০২ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেয়ারবাজার,ক্যাসিনোর মাধ্যমে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সরকারী দলের নেতারা। নিজেদের মধ্যে ঝগড়ার জের ধরে চুনোপুটি লুটপাটকারীদের ধরাহচ্ছে। শুদ্ধি অভিযান শুদ্ধ ভাবে চালানো হলে অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। বর্তমান যে অভিযান চলছে তা আইওয়াশ মাত্র। ছোট সম্রাটদের ধরে বড়বড় স¤্রাটদের ছেড়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ভোট ডাকাত সরকার তাড়াতে হবে। সরকারের পতননিশ্চিত করতে সকল ভয় ভীতি উপেক্ষা করে রাজপথ দখলে নিতে হবে। এ জন্য ডু অর ডাই নীতিতে অটল থাকতে হবে। সে জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিন। কারন আমরা চুপ থাকলে জনগনএকসময় মুখফিরিয়ে নেবে। গয়েশ^র রায় আরে াবলেন, খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ কারাগারে বন্দি। খুনী, ডাকাত, সন্ত্রাসীসহ সব ধরনের অপরাধীরা জামিন পেলেও তিনবারের প্রধানমন্ত্রী কে জামিন দেয়া হচ্ছেনা। এতে প্রমাণহয় দেশে আ্্ইনের শাসন নেই , বিচার বিভাগও স্বাধীন নয়। বিচারপতিরা চাকুরীর ভয়ে আইন অনুযায়ী বিচারকাজ করতে পারছেননা। কারন প্রধানবিচারপতিও দেশ ছাড়াতে বাধ্য হয়েছেন। তাই দেশ রক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত, ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য রাজপথের বিকল্প নেই। গতকাল রোববার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ী রোডে জেলা যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীসমাবেশেপ্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদলের আহবায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, চেয়ারপারসনের উপদেষ্টা , পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুরর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদারলালু, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম । বক্তব্য দেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, জাহাঙ্গীর আলম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন