বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বোরহানউদ্দিনের ঘটনায় প্রশাসনের তদন্তের পর পুলিশের তদন্ত কমিটির কাজ শুরু

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৫:৫৪ পিএম

ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর পুলিশের গঠিত ৫ সদস্য’র তদন্ত দল তাদের কাজ শুরু করেছে। রোববার (২৭ অক্টোকর) ঘটনাস্থল ঈদগাহ মসজিদ পরিদর্শন করে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল তাদের তদন্ত কাজ শুরু করেছে।
ঘটনার দিন ২০ অক্টোবর পুলিশ হেড কোয়ার্টার থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেড কোয়াটারের মোরশেদ আলম, এসবির হাফিজ শাহিন ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানায় পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি।
সহিংসতার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি জেলা প্রশাসন ও অপরটি পুলিশ প্রশাসনের তরফ থেকে। ইতোমধ্যে শনিবার (২৬অক্টোবর) প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন