শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের জেল

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৬:০৬ পিএম

নারায়ণগঞ্জে অস্ত্র মামলা রায়ে আবদুল খালেক নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা ওই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমান নামে অপর একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আব্দুল খালেক রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে। 

সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, ২০১৬ সালে রূপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আব্দুল খালেক নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন বিচারক।
২০১৬ সালের ৩ মার্চ র‌্যাব- ১১ ডিএডি মুন্সী নজরুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ চনপাড়া পুনর্বাসন এলাকার খলিলুর রহমানের বাড়ির তিন তলায় অভিযান চালিয়ে একটি রিভলবারসহ আব্দুল খালেক ও খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে মুন্সী নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলায় দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন