নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নগরীর যানজট নিরসনে আবারো ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আলহাজ একেএম শামীম ওসমান। গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় নগরীর চাষাড়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে সঠিক পথে যানবাহন চলাচলের লক্ষ্যে চালকদের দিকনির্দেশনা দেন তিনি। এর আগে সকাল থেকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ যানজট নিরসনে নগরীর ৫টি পয়েন্টে দায়িত্ব পালন করেন।শহরের ১নং রেলগেট, ২নং রেলগেট, উকিলপাড়া মোড়, চাষাড়া গোল চত্বর ও মহিলা কলেজের সামনে ট্রাফিকের দায়িত্ব পালন করে ছাত্রলীগ নেতৃবৃন্দরা। প্রসঙ্গত, নগরীর যানজটের কারন উল্লেখ করে গত ১ জুন ফুটপাতের সকল হকারদের উচ্ছেদ করে দেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন ও ডিপিডিসি। পরে শামীম ওসমান হকারদের ফুটপাতে বসার সুযোগ করে দিয়ে যানজট নিরসনে নিজেই রাস্তায় নামার ঘোষণা দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন