বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভুইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ এবং গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ দুটি মামলা করেন। মামলায় লোকমান হোসেন ভুইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সেলিম প্রধানের বিরুদ্ধে আনা হয়েছে ১২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। উভয়ের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় এজাহার করা হয়েছে। আজ (সোমবার) দুদকের মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হবে বলে জানা গেছে।
এর আগে গত ২৩ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু ও তার দুই সহযোগী এবং তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। ২১ অক্টোবর জি কে বিল্ডার্সের মালিক কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ও তার মা এবং বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৩০২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে সংস্থাটি। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরপরই গত ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান শুরু করের সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তার নেতৃত্বে পাঁচ সদস্যের টিম অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। টিমের অপর সদস্যরা হলেন, উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন আহমেদ, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন