শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসলাম ‘দুই সন্তান নীতি’ সমর্থন করে না : আসামের সাংসদ বদরুদ্দিন আজমল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০৯ পিএম

আসাম সরকারের দুই সন্তান নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইডেট ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল। সরকার এমনিতেই মুসলিমদের চাকরি দেয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাই আসাম সরকারের দু সন্তান নীতিতে ভয় না পেয়ে যত খুশি সন্তানের জন্ম দিতে বলেছেন তিনি।

সম্প্রতি দুই সন্তান নীতি নিয়েছে আসাম সরকার। সেখানে বলা হয়েছে যে দুই-এর বেশি সন্তানের জন্ম দিলে সরকারি চাকরি পাওয়া যাবে না। এই বিষয়ে বদরুদ্দিন আজমল বলেন, ‘ইসলাম দুই সন্তানের নীতিতে বিশ্বাস করে না। যারা এই পৃথিবীতে আসতে চায়, কেউ তাদের আটকাতে পারে না। সরকার তো এমনিতেই আমাদের চাকরি দেয় না। আমরা সরকারি চাকরির আশাও আর করি না। তাই আমি বলব মুসলিমরা যত খুশি সন্তানের জন্ম দিক, আর তাদের ভালো করে লেখাপড়া শেখাক, যাতে তারা ব্যবসা করে খেতে পারে।’
তিনি আরও বলেছেন, ‘একদিকে আরএসএস নেতা মোহন ভাগবত সবাইকে আট থেকে দশ সন্তানের জন্ম দিতে বলছেন, অন্যদিকে সরকার দুই সন্তান নীতি নিয়ে আসছে। এরা নিজেরাই জানে না, কী চায়। দুই সন্তান নীতি মানলে বাবা-মার পঞ্চম সন্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অষ্টম সন্তান আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল নিজেরাই জন্মাতেন না।'
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন