শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃষ্টির জন্য নামাজের আহ্বান জানিয়েছেন সউদী বাদশাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৪:৫৪ পিএম

সউদীর পবিত্র দুই মসজিদের খাদেম ও দেশটির বাদশাহ বৃষ্টির জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের এক রাজকীয় ফরমানে আগামী বৃহস্পতিবার পবিত্র কাবা শরিফে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়া হবে। খবর সউদী প্রেস এজেন্সির।
৩১ অক্টোবর পবিত্র কাবা শরিফ চত্বরে রহমতের বৃষ্টির জন্য ওই বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে।
দেশটিতে প্রতিবছরই একাধিকবার ইসতিসকার নামাজ পড়া হয় বৃষ্টির জন্য। অনাবৃষ্টি বা খরা দেখা দিলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করতেন।
এক বিবৃতিতে দেশের প্রত্যেক নাগরিককে নবীর সুন্নাহ অনুসরণে এ নামাজ আদায় করার জোর আহ্বান জানান বাদশাহ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন