বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিবালয়ে অভিভাবকদের মানববন্ধন

প্রধান শিক্ষকের শাস্তি দাবি

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

শিবালয় উপজেলার কেন্দীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারনসহ শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের অভিভাবকরা।
গতকাল মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা সদর টেপড়ায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
অভিভাবকরা অভিযোগ করেন, আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ বিভিন্ন সময়ে শিক্ষার্থীর কাছে থেকে অতিরিক্ত বেতন আদায়সহ বিভিন্ন অনিয়ম এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে অসাদাচরণ করে আসছে। এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হররানি করা হয়। এ অনিয়ম রোধে ওই প্রধান শিক্ষককে অপসারনসহ কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর হস্তপেক্ষ কামনা করেছেন তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন